১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

অকালেই পৃথিবী ছাড়লো মাইকেল বালাকের পুত্র এমিলিও

Advertisement

মাইকেল বালাকের পুত্র সন্তান এমিলিওর মৃত্যু হয়েছে। পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘনার কবলে পড়ে গেল বুধবার রাতে মৃত্যু হয় ১৮ বছর বয়সী এমিলিওর। পর্তুগালের সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে এই সংবাদ। সেখানে বলা হচ্ছে পর্তুগালের দক্ষিণ লিসবনে পরিবারের সাথে ছুটি কাঁটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার ঘটে। মাইকেল বালাকের তিন পুর্তের মধ্যে এমিলিও সবচাইতে প্রিয় ছিলেন।

জার্মান ফুটবলের ইতিহাসের সেরাদের মধ্যে একজন মাইকেল বালাক বেয়ার লেভারকুসেন ও বায়ার্ন মিউনিখ থেকে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিযেছিলেন ২০০৬ সালে। ক্লাবের হয়ে জিতেছিলেন ইংলিশ লিগ ও এফএ কাপ। চেলসির পক্ষে ১৬৭ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। আর দেশের হয়ে ৯৮ টি ম্যাচ খেলেছিলেন মাইকেল বালাক। গোল করেছিলেন ৪২টি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement