৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

অক্সিজেন নিয়ে বাংলাদেশের পথে অক্সিজেন এক্সপ্রেস

Advertisement

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস আজ শনিবার ১০টি কনটেইনারে দুই শত মেট্রিক টন তরল ‘মেডিকেল অক্সিজেন’ নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছে। ভারতের তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়। ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন চলাচল শুরুর পর-এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হচ্ছে। ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।

২৪ জুলাই টাটা দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে দুই শত মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদার কথা জানায়। এই চালানটি বাংলাদেশের প্রয়োজনীয় অক্সিজেনের মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

আজ সকাল ৯টা ২৫ মিনিটে মোট ১০টি কনটেইনারে দুই শত মেট্রিক টন তরল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এই অক্সিজেন বাংলাদেশে চলমান কোভিড-১৯ মোকাবিলায় ভারতের অংশীদারদের সমর্থন করার জন্য দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। মহামারি পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement