অস্ট্রিলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রয়েছে দুই ওপেনার সৌম্য ও নাইম শেখ, সিরিজ চলাকালীন সময় যদি দুজনের মধ্যে কারও কোন সমস্যা হয় তখন কি হবে? ওপেনার হিসেবে কে খেলবে? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, যদি দুই ওপেনার নিয়ে কোন সমস্যায় পড়তে হয় তবে আমাদের হাতে অপশন রয়েছে। আমরা সাকিব আল হাসানকে ওপেনিংয়ে খেলানোর চিন্তা করছি সেই সাথে মিঠুনও তো দলে ফিরেছে।
ডোমিঙ্গো জানান, আমরা অনেক ভেবেছি, আমাদের ভাবনায় সাকিব রয়েছে ওপেনিং স্লটে। মিঠুনও তো দলে ফিরেছে। তবে মিঠুনকে কোন যুক্তিতে ওপেনিংয়ে ভাবা হচ্ছে এমন প্রশ্নের জবাবে হেড কোচ বলেন, আমরা জানি সে একজন মিডল অর্ডার ব্যাটার কিন্তু এই ফরম্যাটে তার ওপেনিংয়ে খেলারও যোগ্যতা রয়েছে।
আমাদের দুই ওপেনারের কোন একজন যদি ইনজুরিতে পড়ে তাহলে অবশ্যই মিঠুনকে দিয়ে আমরা তা পূরণ করতে পারবো। যদিও এখন পর্যন্ত কেও ইনজুরিতে পড়েনি, তারপরও যদি পড়ে তখন আমাদের হাতে অপশন রয়েছে।
তিন আগস্ট (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।