অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত জয় নেই, বিশ্বের সবচাইতে শক্তিধর দলের বিপক্ষে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ! অনেকে ঠাট্টা করে বলেওছিলেন, এই করোনায় পয়সা খরচের নাটকে মেতেছে বিসিবি। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র ১৩১ রান করায় অনেকের মুখেই শোনা গেছে, “ইস শখ কত এত কম টার্গেট দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা করছে”। অনেকে হয়তো রিমোর্টের বাটন চেপে চলে গিয়েছিলেন অন্য কোথাও। কিন্তু সাকিবদের বাংলাদেশ যে সব করতে পারে তার প্রমাণ আবারও দিলো মিরপুরে। ঘরের মাটিতে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের ঘুর্ণিতে নাজেহাল অজি ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ১০৮ রানে আটকে ফেলে ২৩ রানের দুর্দান্ত এক জয় তুলে নেয় বেঙ্গর টাইগাররা।
সন্ধ্যায়, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা করেছিলেন মেহেদী হাসান। ইনিংসের প্রথম বলেই এলেক্স ক্যারিকে গোল্ডেন ডাক মারতে বাধ্য করেন এই জুনিয়র টাইগার। শূন্য রানে উইকেট হারিয়ে কিছুটা হতাশ হয় অস্ট্রেলিয়া। বিপদ সামলে নিতে মাঠে যখন অজিরা প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই নবাগত নাসুমের আঘাতে পাল্টে যায় প্রেক্ষাপট। দলীয় ১০ রানে আরও এক উইকেট নেই সফরকারীদের। এবার মাঠ ছাড়েন জস ফ্লিপি।
হ্যানরিককে সাথে নিয়ে জুটি গড়ার চিন্তায় যখন মগ্ন মিসেল মার্চ, তখনই সাকিবের আগমণ। হ্যানরিককে দাঁড়াতেই দেননি বিশ্বসেরা অলরাইন্ডার। ব্যাক্তিগত ১ রানেই ড্রেসিং রুমের ঠিকান জানিয়েদেন সাকিব। ১১ রানে তিন উইকেট হারিয়ে যখন অজিদের বুক কাঁপছে তখন ক্যাপ্টের ওয়েডকে সাথে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন মার্চ। কিছুটা ম্যাচে ফেররা ইঙ্গিত দিলেও সেটা দীর্ঘ হতে দেয়নি সেই নাসুম। ওয়েডকে মোস্তাফিজের ক্যাচ বানিয়ে নতুন আতঙ্গ ছড়িয়ে দেন সফরকারীদের ড্রেসিংরুমে। এরপর মিশেল মার্চ ও এস্টন আগরকে ফিরিয়ে জয়ের বন্দরে এক পা প্রবেশ করান নাসুম আহমেদ।
পরের গল্পটা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের। পুরাতন বলে এই দুই বোলার দেখিয়েছেন কারিশীমা। অস্ট্রেলিয়ার নিচের ব্যাটারদের মাঠ ছাড়া করেছেন মুহুর্তেই। ফলে টাইগারদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় বাংলাদেশ।বল হাতে সকিব,মেহেদী একটি করে উইকেট পেলেও নাসুম তুলে নেয় ৪ উইকেট। মোস্তাফিজ ও শরিফুল শিকার করেন দুটি করে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সাকিবের ৩৬ আর নাঈমের ৩০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৩১ রান তোলে বাংলাদেশ। ক্যরিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি
টস: অস্ট্রেলিয়া
বাংলাদেশ : ১৩১/৭ (২০ ওভার)
সাকিব ৩৬, নাঈম ৩০, আফিফ ২৩, রিয়াদ ২০
হ্যাজলউড ২৪/৩, স্টার্ক ৩৩/২ জাম্পা ২৮/১
অস্ট্রেলিয়া : ১০৮/১০ (২০ ওভার)
মার্শ ৪৫, ওয়েড ১৩
নাসুম ১৯/৪, মুস্তাফিজ ১৬/২, শরিফুল ১৯/২, মেহেদী ২২/১, সাকিব ২৪/১
ফল : বাংলাদেশ ২৩ রানে জয়ী।