১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

অটোপাসের চিন্তা এখনই নয়: শিক্ষামন্ত্রী

Advertisement

দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শুরুর দিকে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সংক্রমণের হার বাড়তে থাকায় পর্যায়ক্রমে এই বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বছর কয়েক দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করলেও করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি।

তারপর সরকার থেকে হয়েছে, করোনা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এমনকি ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এমতাবস্থায় আজ বুধবার (১১ আগস্ট) মিন্টো রোডের বাসভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে।

সে সময় মন্ত্রী আরও বলেন, সরকার স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।

সে সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে বলেন, অটোপাসের চিন্তা এখনই নয়। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর বা ডিসেম্বর মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement