তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ তিনি জানিয়ছেন, নিয়মনীতিহীন আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। আজ (৩০ জুলাই) শুক্রবার দুপুরে মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটায়, মিথ্যা তথ্য প্রচার করে। অনেক সময় অনুমোদন পাওয়ার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। তবে এসকল বিষয়কে একটা নিয়মনীতির মধ্যে আনা প্রয়োজন।
মন্ত্রী আরও জানান, মন্ত্রণালয় আইপি টিভিগুলোর কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেছিল। পাঁচ শতাধিক দরখাস্ত জমা পড়েছে। পড়ার সাথে সাথে সেগুলো যাচাই-বাছাইয়ের কাজও আমরা গুছিয়ে এনেছি। সে ক্ষেত্রে যেগুলোর মান ভালো, সেগুলোর রেজিস্ট্রেশন দেওয়া হবে।
তখন জয়যাত্রা নামের আইপি টিভি পরিচালনাকারী হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সময় ফাঁকফোকর দিয়ে দলের উপকমিটিতে এ ধরণের কারো ঢোকা সমীচীন হয়নি, তাদের কমিটিতে রাখার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। সে ক্ষেত্রে যারা সুপারিশ করেছেন, তাদেরও আরও জানাশোনার দরকার ছিল। সে সব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার আইপি টিভির বিষয়ে অভিযোগগুলো আমরা খতিয়ে দেখবো।