১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

অন্তঃস্বত্ত্বাদের টিকাদানে অগ্রাধিকার চেয়ে আইনি নোটিশ

Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও আইইডিসিআর-এর পরিচালকক বরাবর অন্তঃস্বত্ত্বা নারীদের করোনা প্রতিরোধে টিকাদানে অগ্রাধিকার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ল এন্ড লাইফ ফাউন্ডেশন নামক মানবাধিকার সংগঠনের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউছার। বৃহস্পতিবার ই-মেইলযোগে নোটিশটি সংশ্লিষ্টদের পাঠানো হয় ।
নোটিশ অনুযায়ী জানা যায় যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে গর্ভবতী মায়েদের টিকা প্রদান শুরু না করলে জনস্বার্থে রিট করা হবে।
নোটিশে বলা হয়েছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে গর্ভবতী মায়েদের করোনার টিকা নেয়া যাবে । কিন্তু সরকার নির্ধারিত নিবন্ধন কার্যক্রমে সুরক্ষা অ্যাপে অন্তঃস্বত্ত্বাদের নিবন্ধন করার জন্য কোন সুযোগ রাখা হয়নি।
এছাড়া আরও বলা হয়, করোনা মহামারীতে অনেক অন্তঃস্বত্ত্বা নারী ও শিশু মারা যাচ্ছে। অন্তঃস্বত্ত্বা নারীদের টিকা প্রদান নিশ্চিত করা গেলে হতাহত কমিয়ে আনা সম্ভব।
লিগ্যাল নোটিশে বলা হয়, করোনার টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া অন্তঃস্বত্ত্বা নারীদের অধিকার। এ তাদের সাংবিধানিক অধিকার। নারীদের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভূক্ত না করাকে ‘বৈষম্যমূলক’ হিসেবে অভিহিত করা হয়েছে। তাই সুরক্ষা অ্যাপে অন্তঃস্বত্ত্বাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের সুযোগ করা দেয়া সরকারের অন্যতম দায়িত্ব।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement