শুরুটা ভালোই করেছিলো তরুন ক্রিকেটার নাঈম শেখ। ইনিংসের দ্বিতীয় বলে স্টাককে ৬ মেরে খুলেছিলেন রানের খাতা কিন্তু খুব বেশি সময় টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত ৩০ আর দলীয় ৩৭ রানের সময় জাম্পার বলে রিভারসুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে ২৯ বলে ২ চার ও ২ ছয়ে নাঈম খেলেন ৩০ রানের ইনিংস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান।