জিম্বাবুয়ে সিরিজে শেষে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সবঠিক থাকলে ৩০ জুলাই ঢাকায় পৌঁছেই বায়োবাবলে প্রবেশ করতে হবে টাইগারদের। তবে দীর্ঘ সময় দেশ ও দেশের মানুষদের ছেড়ে থাকতে যে ক্রিকেটারদের খুব বেশি ভালো লাগেনি তা প্রকাশ পায় তাদের ফেসবুক পোস্টে।
জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমান হারারে বিমান বন্দরে ঢুকেই একটি ছবি পোস্ট করেছেন। সাকিব আল হাসান, মোসাদ্দেক, রুবেল হোসেনকে ও সোহানকে সাথে নিয়ে সেলফি তুলে ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, এখন আমাদের গন্তব্য হলো বাড়ী।
এই পোস্টে তার ভক্তরা শুভকামনা জানিয়েছেন।