১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

অভিনব কায়দায় “টিকা প্রতারণা” চলছে টাঙ্গাইলের দেলদুয়ারে; ধরা পড়েছে অভিযুক্ত ব্যক্তি

Advertisement

তদন্ত কমিটি গঠন হয়েছে, চলছে তদন্ত। অভিযোগ কী জানেন? টিকা গ্রহনকারীদের শরীরে সুচ ঠিকই ঢোকানো হচ্ছে, কিন্তু টিকা প্রবেশ না করিয়েই ছুড়ে ফেলা হচ্ছে সিরিঞ্জ। এর মানে, সিরিঞ্জের ভেতরেই রয়ে যাচ্ছে করোনা ভাইরাসের টিকার উপাদান। এমন ঘটনাই ঘটেছে টাঙ্গাইলের দেলদুয়ারে। এক কথায় বলা যায় সেখানকার স্বাস্থ্যকর্মী সাজ্জাদের টিকা প্রতারণা চলছে খুব সুক্ষভাবে। দেলদুয়ার উপজেলায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত এই সাজ্জাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সাজ্জাদের এই অভিনব কায়দায় টিকা প্রতারণার ঘটনা বর্ননা করতে গিয়ে স্থানীয়রা বলেন, (রোববার) ১ আগস্ট টিকা গ্রহন করতে গিয়ে আস্চার্য হয়ে যান সাজেদা আফরিন। দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা জন্য প্রবেশ টিকা গ্রহনের সময় তিনি লক্ষ্য করেন, টিকা গ্রহনকারীদের শরীরে সাজ্জাদ সাহেব সুচ ঠিকই প্রবেশ করাচ্ছেন কিন্তু টিকার উপাদান শরীরে প্রবেশ না করিয়েই তাড়াহুড়ো করে পাশের ঝুড়িতে সিরিঞ্জ গুলো ফেলে দিচ্ছেন। সাজেদা আফরিন গণমাধ্যমে বলছেন, তিনি নিজে চোখে দেখেছেন ঘুড়িতে কমকরে হলেও ২০টি সিরিঞ্জ রয়েছে যেগুলোর ভিতর টিকার উপাদান বিদ্যামান। টিকা কেন্দ্রে কয়েকজনের চোখে এমন ঘটনা চোখে পড়লে তারা সবাই মিলে এ বিষয়টি আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম হোসেনকে জানালে পরিত্যক্ত সিরিঞ্জগুলো বের করে সেখানে ২০টি সিরিঞ্জের ভেতর টিকার উপাদান দেখতে পান। পরে বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান।

এমন ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন মো. শামীম হুসাইন চৌধুরীকে প্রধান করে। তদন্ত করে প্রতিবেদনটি টাঙ্গাইলের সিভিল সার্জনের কাছে জমা দেয় তদন্ত কমিটি।

এ ব্যপারে শামীম হুসাইন চৌধুরী বলে, টিকা না ঢুকিয়েই সিরিঞ্জ ফেলে দেওয়ার অভিযোগ সত্য। অভিযুক্ত সত্যতা পেয়েছেন। অভিযুক্ত সাজ্জতও এ ব্যাপারটি যে সত্য তা লিখিত দিয়েছেন। তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাও নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি। টাঙ্গাইলের সিভিল সার্জন বলছেন অভিযুক্তের বিরুদ্ধে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement