আবারও নারী কেলেঙ্কারিতে পড়েছে বিশ্বফুটবলের অন্যতম সাবেক ফুটবলার ওয়েন রুনি। ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ডের কেলেঙ্কারির ছবি ব্যপক ভাবে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তিনজন অর্ধনগ্ন নারীর সাথে ঘুমানোর সময় কেউ একজন সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলো।
ওয়েন রুনি ছিলেন বিশ্ব ফুটবলের বিশ্ময় বালক। যখন তিনি ফুটবলে আসেন তখন তার বয়স ছিলো মাত্র ১৬ বছর। পায়ের কারিশিমায় মাতিয়েছিলেন মাঠ। কিন্তু এখন তার বয়স ৩৫ হলেও, এখনও বিতর্কিত কর্মকান্ড থেকে নিজেকে সরিয়ে আনতে পারেননি তিনি।
এখন তিনি ডার্বি কাউন্টির ম্যানেজার। এক দশক স্ত্রী কলিনের চোখ ফাঁকি দিয়ে সম্পর্ক স্থাপন করেছেন বিভিন্ন পতিতাদের সাথে। গাড়ী চালানোর সময় মদ্যপান, প্রিমিয়ার লিগের ম্যাচের আগে রাতভর পার্টি করে আনফিট অবস্থায় ম্যাচে মাঠে নামা সবই করেছেন তিনি। এসব নিয়ে তার ফুটবল ক্যারিয়ারের পুরো সময়টাই ছিলেন বিতর্কের মাঝে।
ব্রিটিস সংবাদ মাধ্যম বলছে রুনি যখন তিন মডেলের সাথে ঘুমাচ্ছিলের তখন তাদের সাথে রুনির কোন শাররীক সম্পর্ক হয়নি। ম্যাচেস্টার পুলিশের কাছেও এসব ব্যাপারেও কোন অভিযোগ যায়নি বলে নিশ্চিত করেছেন গণমাধ্যমে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন ছবি দেখে খেপে গেছেন রুনি। তিনি বলছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।