টোকিও অলিম্পিকে ইতিহাস গড়লো ভারত। এখন থেকে প্রায় ১০০ বছর আগে অ্যাথলেটিক্সে সোনার পদক জিতেছিলো ভারতীয় খেলোয়াড়। সেটাই শেষ, পরের ১০০ বছরে অলিম্পিকে আর স্বর্ণ জিততে পারেনি এই ইভেন্টে। ভারতীয়দের সেই দুঃখ ঘুঁচিয়েছে ভারতের নীরজ চোপড়া।
টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোয়ে সোনার পদক জিতে ১০০ বছর পরে আবারও অলিম্পিকের কোন অ্যাথলেটিক্স খেলোয়াড় স্বর্ণ পদক অর্জন করলো। অলিম্পিক ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জিতে ইতিহাস গড়লেন ২৩ বছর বয়সী নীরজ।