১৫ জানুয়ারি, ২০২৫, বুধবার

কার্ডবোর্ড দিয়ে বানানো খাট ভাঙলেন খেলোয়াড়রা

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবারের অলিম্পিক ঢাকা পড়ে গিয়েছিল অনেকটা। করোনার বিধিনিষেধ, অলিম্পিকের শহর টোকিওতে চলছে জরুরি অবস্থা। এমনিতে খুব একটা আলোচনা ছিল না। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে কথা। এখানে ঘটবে নানা ধরনের ঘটনা। হবে মজার কাণ্ড, রেকর্ড। এবারের অলিম্পিকের শুরু থেকেই আলোচনায় অ্যাথলেটদের জন্য বানানো খাট। এই খাট কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে। এমনকি কথাও শোনা যাচ্ছিলো একজনের বেশি শুয়ে থাকতে পারবেন না খাটটিতে।

এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ,করোনার সময়ে অ্যাথলেটরা যেন যৌন সম্পর্কে না জড়াতে পারেন। আয়োজকরা যদিও বরাবরই দাবি করে এই খাটকে যথেষ্ট মজবুত হিসেবে আসছিল। এমন কি এই খাট ২০০ কেজি পর্যন্ত ওজন নিতে পারে বলে দাবি করে আসছিল তারা।

এই খাট কতটা মজবুত সেই পরীক্ষা করে নেওয়ার জন্য ঈসরায়েলের বেন ওয়াঙ্গার সিদ্ধান্ত নিলেন । সেটা আবার তিনি ভিডিও করেন টিকটকের জন্য। শুরুতে বলেন, ‘অনেক কথা শুনেছি, শুনতে হয়েছে অলিম্পিকের এই খাট নিয়ে। এখন পরীক্ষা করবো এই খাট ভাঙতে কতজন ঈসরায়েলির দরকার হয়।’

তারপর থেকেই শুরু হয় তাদের সেই পরীক্ষা। খাটটিতে একজন দুই জন করে আটজন বিছানায় উঠলেও ভাঙেনি। তারপর নবম অ্যাথলেট উঠেন খাটের ওপর। তাদের মধ্য থেকে তিনজন লাফ দেন। তাতেই নিচু হয়ে যায় খাটের চার পাশ। তারপর শেষ অবধি থামেন ঈসরায়েলি অ্যাথলেটরা। তারপর তিনি ‘কেউ কি আমার জন্য অতিরিক্ত একটি খাট দিতে পারবেন’ ক্যাপশনে ওয়াঙ্গারের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement