১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

অলিম্পিকে পদক জয়ে আফসোস হেডেনের সাবেক প্রেমিকার

Advertisement

এবারের অলিম্পিকে ব্রোঞ্জপদক জিতেছে নিউজিল্যান্ডের হেডেন ওয়াইল্ডের। তাকে নিয়ে গোটা নিউজিল্যান্ডে বইছে উতসবের ইমেজ। আর এই হেডেনের হাত ধরেই নিউজিল্যান্ড প্রথম পদক জিতলো টোকিও অলিম্পিকে। কিন্তু এই ঘটনায় পুরো নিউজিল্যান্ড আনন্দে মাতলেও হেইডেনের সাবেক প্রেমিকা রয়েছেন দ্বীধায়, কেন যে তার সাথে বিচ্ছেদ ঘটনালেন! এমন প্রশ্নে সময় কাটাচ্ছেন বিষন্নতায়।

সাবেক বয়ফ্রেন্ড অলিম্পিকে পদক জয়ে তার অনুভূতি কী? তা জানতে নিউজিল্যান্ডের স্থানীয় একটি গণমাধ্যম কর্মী হেডেনের প্রেমিকার সাথে কথা বলে জানায়, হেইডেনের এই পদক জয়ে মারাত্বক খুশি হয়েছেন তিনি। তিনি বলেন হেডেনের জন্য আমি গর্বিত। ছোট বেলা থেকে আমরা এক সাথে পড়ালেখা করেছি, প্রাইমারি স্কুলেও গিয়েছি এক সাথে। সে বিশ্বাসই করতে পারছে না কিভাবে তার সাবে বয়ফ্রেন্ড এত বড় হয়ে গেলো। তার জন্য আমি খুবই গর্বিত আবারও বললেন হেডেনের সাবেক প্রেমিকা।

অন্যদিকে, পদক জয়ের পর দেশের ফিরলে হেডেনকে সাবেক প্রেমিকা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সরাসরি বলেন আমি আর আমার পুরোনো প্রেমে ফিরে যেতে যাই না। নতুন প্রেমিকার সঙ্গেই পদক জয়ের এই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।

টোকিও অলিম্পিকে ট্রায়াথলনে ব্রোঞ্জপদক জিতেন নিউজিল্ডের হেডেনন ওয়াইল্ড।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement