টোকিও অলিম্পিকে চীনকে পেছনে ফেলে পদক তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ৩৯ টি স্বর্ণ সহ মোট ১১৩ টি পদক নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছে তারা। ৩৮টি স্বর্ণ সহ মোট ৮৮ পদক নিয়ে চীনের অবস্থান রয়েছে দুই নম্বরে।
চীন ও যুক্তরাষ্ট্রেল লড়াই জমলেও নিরবেই স্বাগিত জাপান ধরে রেখেছে তৃতীয় স্থান। ২৭টি স্বর্ণ সহ মোট ৫৮টি পদক নিয়ে তারা সেরাদের তালিকায় এখনও ধরে রেখেছে নিজেদের নাম। তালিকার চতুর্থ স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। এখন পর্যন্ত ২২ টি স্বর্ণ পদক সহ মোট ৬৫টি পদক নিয়ে তালিকার সেরা দশে দলে রেখেছে তাদের নাম।
এদিকে ডোপ কেলেঙ্কারির ফলে অলিম্পিক থেকে নির্বাসনের ফলে রাশিয়ার নামে অংশ গ্রহন না করলেও আরওসি নামে অংশ নিয়ে পদক তালিকার পঞ্চম স্থানে রয়েছে তারা। এখন পর্যন্ত ২০টি স্বর্ণ সহ মোট ৭০ টি পদক অর্জন করেছে তারা।