অলিম্পিক ফুটবল থেকে আগেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা কিন্তু এখন পর্যন্ত টিকে রয়েছে ব্রাজিল। স্বর্ণ পদক যদি নাও জিততে পারে, রৌপ্য জয় নিশ্চিত। ফুটবল থেকে শুরু আন্তর্জাতিক অঙ্গনে যে করে যেকোন খেলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা মানেই অন্য রকম এক উত্তেজনা। যা দেখা গেলো অলিম্পিকের ভলিবলেও।
আরিনাক এরিনায় ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে গেলকাল (শুক্রবার) মাঠে নেমেছিলো চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলকে হারিয়ে পদক জয়টা আসলেই যে আনন্দের তা ভালোই টের পাওয়া গেছে ম্যাচ শেষে আর্জেন্টিয়ানদের উল্লাসে।
ম্যাচের প্রথম ও দ্বিতীয় ২-১ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। তবে চতুর্থ সেটে এসে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। প্রতিপক্ষের সাথে ব্যবধান কমিয়ে ২-২ সমতায় ফেরে আর্জেন্টিনা। পঞ্চম সেটে এসে লড়াই জমে আর্জেন্টিন ও ব্রাজিলের। কিন্তু শেষ ১৫-১৩ পয়েন্টের জয় তুলে নিয়ে ব্রোঞ্জ জেতে আর্জেন্টিনা।
এই জয়ের ফলে অলিম্পিকের এই ইভেন্টে ৩৩ বছর পর পদক পেলো আর্জেন্টিনা। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকেও ভলিবল থেকে ব্রোঞ্জ জিতেছিল আর্জেন্টিনা।