অলিম্পিকের সবচাইতে আকর্ষনীয় ইভেন্ট সাতার ও অ্যাথলেটিক্স। এখন পর্যন্ত অ্যাথলেটিক্স মাঠে না গড়ালেও গড়িয়েছে সুইমিং। পুরুষদের ২০০ মিনটার বাটারফ্লাইয়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছে হাঙ্গেরির মিলাক। ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড টাইমিং নিয়ে রিও অলিম্পিকে মার্কির সাতারু মাইকেল ফেল্পসের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ঘরে তোলেন স্বর্ণ পদক। এই ইভেন্টে রোপ্য পেয়েছে জাপানের হোল্ডার। তৃতীয় হয়েছেন ইতালির ফেদেরিকো বারদিসো।