সারাবিশ্বের নানা প্রান্তের খেলোয়াড়দের নিয়ে জাপানের টোকিওতে আয়োজন করা হয়েছে অলিম্পিকের এবারের আসর। করোনা ভাইরাসের কারণে এক বছর পেছানোও হয়েছিলো অলিম্পিক। তবে অলিম্পিক শুরু হওয়ার পর থেকেই করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে এবং হচ্ছে অলিম্পিক সংশ্লিষ্ট অনেকেই। জুলাইয়ের এক তারিখ থেকে এখন পর্যন্ত অলিম্পিকের সাথে জড়িত ২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এসব কারণেই গেল (সোমবার) অলিম্পিক বাতিলের দাবিতে বিক্ষোভ করে প্রায় ১০০ বিক্ষোভকারী। তাদের দাবি একটাই বাতিল করতে হবে অলিম্পিক।
বিক্ষোভকারীরা বলছেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতির কথা মাথায় এনে অলিম্পিক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হোক। সেই সাথে অলিম্পিকে ব্যবহৃত অর্থ স্বাস্থ্য কর্মীদের পেছনে ব্যয় করতে হবে। গেল রোববার অলিম্পিক ইভেন্টের সাথে জড়িত আরও ১৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ।