১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

ভূমিকম্পে কাঁপল অলিম্পিক গেমস ভিলেজ

Advertisement

আজ বুধবার স্থানীয় সময়ে ভোর সাড়ে পাঁচটার দিকে কেঁপে উঠল জাপানের টোকিওর পূর্ব প্রান্ত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। চলমান অলিম্পিক গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গেছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে। টোকিওতে উপস্থিত থাকা এক সাংবাদিক টুইট করে লেখেন, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’
আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। তবে জাপানের আবহাওয়া দফতর এই ভূমিকম্পের পর কোনও সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে যাতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত না হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement