পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের জয়ের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বৃষ্টির থাবায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১২৭ রান।
জবাবে ১২৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
সন্ধ্যায় মিরপুরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি দুই ওপেনার। গেল দুই ম্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ হয়েছে সৌম্য সরকার। তিন ম্যাচ মিলিয়ে সৌম্যের রান ৪। এই ম্যাচেও ব্যর্থ হয়েছে আরেক ওপেনার নাইম। তিনি আউট হন মাত্র ১ রানে।
এর পরে দলের হাল ধরেন সাকিব ও রিয়াদ। দুজন মিলে গড়ে তোলেন ৪৪ রানের পার্টনারশিপ। ৩৬ বলে রিয়াদের সাথে এই জুটি গড়ে ব্যক্তিগত ২৬ রানে ড্রেসিং রুমে ফেরেন সাকিব। পরে আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা আফিফকে সাথে নিয়ে রিয়াদ গড়েন ২৯ রানের জুটি। মাত্র ১২ বলে ১৯ রান করে আফিস ফিরে গেলে রিয়াদকে আর সঙ্গ দিতে পারেনি কেউই।
ম্যাচের শেষ ওভারে রিয়াদ ব্যক্তিগত ৫২ রানে ইলিসের বলে আউট হলে পরের দুই বলে মোস্তাফিজ ও শরিফুলকে তুলে নিয়ে অভিষেকেই হ্যাটট্রিক করেন এ্যালিস। আর বাংলাদেশের ইনিংস শেষ হয় ১২৭ রানে।
এই ম্যাচে জিতলেই প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।