বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজের এতটা ব্র্যান্ড ভেল্যু নেই। তাই অস্ট্রেলিয়ান কোন টেলিভিশন চ্যানেলই এই সিরিজ দেখাচ্ছে না। তবে দলের এমন পরাজয় নিজে চোখে দেখতে পারিনি অজিদের ক্যাপ্টেন অ্যারণ ফিঞ্চ। তবে শুনেছেন হয়তো।
খেলা না দেখতে পাওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা দেখার জন্য অনেক খোঁজাখুজি করার পরও ম্যাচটি দেখতে পেলাম না। ভেবিছিলাম অস্ট্রেলিয়ান কোন ইউটিউব চ্যানেলে ম্যাচটি দেখা যাবে।
ফিঞ্চের এমন টুইটে মন্তুব্য করে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী এলিসা হিলি লিখেছেন আমিও খুজে পাচ্ছি না। খুব চেষ্টা করেও পাচ্ছি না।
এলিসা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের উইকেট কিপার ব্যটার হিসেবেই খেলে থাকেন।