অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই অর্জনে আনন্দে মেতেছে গোটা জাতি। তবে এভাবে সিরিজ জেতায় হতাশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। (শুক্রবার) তৃতীয় ম্যাচ শেষে বোর্ড সভাপতি গণমাধ্যমে বলেন, অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে এত সহজে সিরিজ জিতবো এটা আসলে কল্পনাও করতে পানিনি।
তিনি বলেন, একটা ব্যপার আমরা চিন্তা করেছিলাম যে হয়তো সিরিজ জিততে পারি কিন্তু এভাবে জেতার কথা ভাবিনি। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী ছিলো।
সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৭ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ১০ রানের জয় পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।