১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

অস্ট্রেলিয়ার পেছনে বিসিবির খরচ প্রায় ২০ কোটি টাকা

Advertisement

পয়সা খরচের দিক দিয়ে কোন কমতি নেই বিসিবির, এই বিষয়ে বিসিবি বেশ উদার। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসা নিয়ে নানা টালবাহানা করেছে, যে হোটেলে তারা থাকবে সেখানে অন্য কাউকেই থাকতে দেওয়া যাবে না এমন অনেক শর্ত দেয়া হয়েছিলো বিসিবিকে। সব শর্ত মেনে বিসিবি আয়োজন করেছে টি-টোয়েন্টি সিরিজ। ঢাকার অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুরোটাই বুকিং দিয়েছেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য। এমনকি হোটেলের কর্মীদেরও হোটেলেই রাখতে হচ্ছে বিসিবির।

ইন্টারকন্টিনেন্টালের সবমিলেয়ে ২১৫টি রুমের জন্য প্রতিদিন বোর্ডের খরচ করতে হচ্ছে ১২০ ডলার। জৈব সুরক্ষা বলায়ে থাকাদের খাবারের পেছনে পুরো সিরিজে খরচ করতে প্রায় ২-৩ কোটি টাকা। এই সিরিজে সবমিলিয়ে ১৫ কোটি টাকা খরচ হবে বিসিবির। বিসিবির এই খরচ শুধু থাকা ও খাওয়া বাবদ, এর বাইরে তো খরচ রয়েছেই। তবে ধারনা করা যায় পুরো সিরিজ শেষ করতে প্রায় ২০ কোটি টাকা খরচ হবে বিসিবির।

বিসিবির নির্ভযোগ্য সুত্র গণমাধ্যমে জানায়, অজিরা আসার ১০ দিন আগে থেকে বাংলাদেশের ৮৫ জন হোটেলে রয়েছে। সবাইকে আলাদা আলাদা রুম দিতে হয়েছে, তাই ব্যয়ের পাল্লাটা এত বেড়ে গেছে। সাধানত একটি ফাইভস্টার হোটেলের দৌনিক আয় হয় প্রায় দেড় কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement