দুই জনের দুই কারণ। অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না জাতীয় ক্রিকেট দলের সেরা দুই ব্যাটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমে। মুশফিক থাকছেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার করোনা সিকিউরিটির কারণে, আর তামিম ছিঁটকে গেছেন ইনজুরিতে পড়ে।
এ ব্যাপারে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশারের কাছে জানতে চাইলে গণমাধ্যমে তিনি বলেন, তামিম-মুশফিক যেহেতু থাকছে না অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে, সেহেতু জুনিয়র ক্রিটারদের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। সেই সাথে বড় সুযোগও। আমি এখানে নতুনদের জন্য চ্যালেঞ্জ ছাড়া আর কিছুই দেখছি না।
ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তামিমের এমন খবরে হাবিবুল বাশার সংবাদ মাধ্যমে বলেন, এটা আমাদের জন্য খুব খারাপ ব্যপার তারপরও নেগেটিভ ভাবে আমি নিচ্ছি না। বাশার আরও বলেন, তামিম মুশফিকের না থাকার প্রভাব দলে পড়বে, তাই তাদের দুজনকে ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করা দলের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে একটা জিনিস ঠিক কখনো কখনো দলের সেরাদের ছাড়াই খেলতে হবে এটাও মেনে নিতে হবে আমাদের।
হাবিবুল বাশার বলেন, অজুহাত হিসেবে না দেখে আমাদের চিন্তা করতে হবে তামিম-মুশফিকের জায়গায় যারা খেলবেন তারা যেন ভালো করে এবং চ্যালেঞ্জটা নিতে পারে সেই চেষ্টা ও প্রত্যাশা করা।