অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ে সফরের দলটিই রয়েছে। মুশপিকুর রহিম রহিম, তামিম, ইকবাল খান ও লিটন কুমার দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন না। মুশফিক জৈব সুরক্ষা বলায়ের মারপ্যাচে পড়ে দল থেকে ছিঁটকে পড়লেও তামি দলের বাইরে চলে গেছেন ইনজুরিরর কারণে। আর লিটন দাস এই সিরিজে খেলছেন না পারিবারিক কারণে।
জিম্বাবুয়ে সফর শেষে তিনদিন হোটেল কোয়ারেন্টাইন শেষ করে (রোববার) সকালে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনে ১৬ জন উপস্থিত থাকলেও ছিলেন না মোসাদ্দেক। তবে (রোববার) মধ্যরাতে অফিসিয়াল ইমেলের মাধ্যমে বিসিবির মিডিয়া বিভাগ গণমাধ্যমের কাছে পৌঁছে দিয়েছে দলের চুড়ান্ত লিস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ সদস্যের বাংলাদেশ দল:
রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব , সৌম্য , আফিফ , শামীম , সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন ও রুবেল হোসেন।