২০ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

অস্ট্রেলিয়া সিরিজে মাঠে ঢুকতে পারবেন না গামিনী

Advertisement

ঢাকা প্রিমিয়ার লিগের পর ছুটিতে গিয়েছিলের গামিনী বাংলাদেশের হেড কিউরেটর। গেল বুধবার দেশে ফিরেই সে কোয়ারেন্টাইনে না গিয়ে প্রথমে গেছেন মিরপুর, সেখানে পিস পরিদর্শন করেছেন আর তাতেই জৈব সুরক্ষা বলায়ের বাইরে চলে গেছেন এই কিউরেটর। এখন তিনি মাঠে ঢুকতে পারবেন না টি টোয়েন্টি সিরিজ চলার সময়। তবে উইকেট সঙক্রান্ত সব কার্যক্রম তিনিই পালন করবেন।

এ সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমে বলেন, বুধবার ছুটি কাটিয়ে দেশ থেকে ফিরেছে গামিনী। সে জৈব সুরক্ষার বাইরে থাকায় সিরিজ চলাকালীন সে মাঠে প্রবেশ করতে পারবে না। দেবাশিষ আরও বলেন, প্রধান কিউরেটর হিসেবে সে সব কাজই করবেন তবে ভিডিও ফুটেজ দেখে। নিজের অফিসে বসে সে দিকনির্দেশনা দিবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ আগস্ট থেকে শুরু হয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলবে ৯ আগস্ট পর্যন্ত। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা থেকে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement