সবকিছু ঠিক থাকলে আগামী ৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংরাদেশ ও অস্ট্রেলিয়া্ তার আগে জিম্বাবুয়ে সিরিজ ও হোটেল কোয়ারেন্টাইন শেষে আজ (রোববার) মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
তবে মাঠে দেখা যায়নি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। অনুশীলনের প্রথম দিন তেমন কিছু করেনি টাইগাররা। রানিং ও ফিজিক্যাল ট্রেনিং করেই দিনটি শেষ করেছে। গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, মোসাদ্দেক মাঠে এসেছিলো ঠিকই কিন্তু ড্রেসিং রুম থেকে বেরহননি।
টি-টোয়েন্টি সিরিজ বাংরাদেশ দল:
(অধিনায়ক) মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।