বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন কি না অজিরা এটি নিয়েছে ছিলো ধোঁয়াশা। বিভিন্ন সয় বিভিন্ন শর্ত আরোপ করে বিসিবিকে বেশ চিন্তায় রেখেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। এসব শর্তের মধ্য অন্যতম ছিলো আবাসন ব্যবস্থাও। অস্ট্রেলিয়ার শর্ত মতে অস্ট্রেলিয়া বাংলাদেশে পা রাখার কমপক্ষে ১০ দিন আগে সিরিজ সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং দুই দলের জন্য একটি হোটেলের পুরোটাই বুকিং দিয়েছে বিসিবি।
এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেন, বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া তিনদিন কোয়ারেন্টাইন পালন করবে। উইন্ডিস ও লঙ্কানরাও বাংলাদেশ সফরে এসে তিন দিন কোয়ারেন্টাইন পালন করেছে। গণমাধ্যমে তিনি আরও বলে, জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে ফিরে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠবে বাংলাদেশ দল। ২১ জুলাই থেকে ৮৫ জনের কোয়ারেন্টাইন শুরু করেছে বিসিবি। আলাদা ভাবে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫০ জন মাঠ কর্মীও।
অস্ট্রেলিয়াও এসে তিনদিন কোয়ারেন্টাইন পালন করবে এই হোটেলেই। পরে তারা আনুষ্ঠানুক অনুশীলনে মাঠে নামবে টিম অস্ট্রেলিয়া।