এ মাসের শুরুতেই স্ট্রোক করে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। জানা গেছে এর পরে জীবন বাঁচলেও প্যারালাইজড হয়ে গেছেন এই ক্রিকেটার। নড়াচড়া করতে পারছেন না এক পা। হেরাল্ডের কথায় বোঝা গেলো আগস্টের শুরুতেই কেয়ার্নসের হৃদযন্ত্রের ধমনিতে গুরুতর সমস্যা ধরা পড়লে অস্ট্রেলিয়ার ক্যানবেরার একটি হাসপাতালে চিকিৎসা চলছিল এই কিউই সাবেক তারকার। কিন্তু শেষ পর্যন্ত জিবন বাঁচলেও। এক পা অবস হয়ে গিয়েছে তার। সিডনির ওই হাসপাতালে বেশ কিছুদিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিলো তাকে।
পরে অস্ত্রোপচারের পচারের সময় অপারেশন থিয়েটারেই স্ট্রোক করেন কেয়ার্নস। কেয়ার্নসের পরিবার জানিয়েছে, ‘এই অস্ত্রোপচারের কারণে তার পা প্যারালাইজড হয়ে গেছে। যার ফলে তাকে অস্ট্রেলিয়ার বিশেষায়িত হাসপাতালে সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
কেয়ার্নসের চিকিৎসকরা বলছেন, তার এই সমস্যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট আর ২১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিস কেয়ার্নস।