১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

অ্যাথলেটিক্সে ৮ জনের মধ্যে অষ্টম বাংলাদেশের জহির

Advertisement

অলিম্পিক শ্যুটিং ও সাঁতারে প্রতিদ্বন্দিতা ছাড়াই বাদ পড়েছে বাংলাদেশ। আর্চারীর দিয়া ও রোমান তাক লাগিয়ে দিয়েছিলো গোটা বিশ্বকে। একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে তাদের। বাকি ছিলো অ্যাথলেটিক, এই প্রস্তিতিতে অলিম্পিকে প্রতিদ্বন্দিতা গড়া অসম্ভব এটি জানা সবারই। তাই জহিরের পারফর্মেন্সে হতাশ হয়নি জাতি। অলিম্পিক অ্যাথলেটিক্সে হিটেই বাদ পড়েছে বাংলাদেশের জহির। ৮ জন প্রতিযোগির মধ্যে তিনি হয়েছেন অষ্টম। আর এর মধ্য দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের অলিম্পিক যাত্রা।

আজ (রোববার) ৪০০ মিটার স্প্রিন্টে ট্রাকে নেমে নিজের সেরা টাইমিংটাও ধরে রাখতে পারেনি এই অ্যাথলেট। নিজের সেরা ৪৭.৩৪ সেকেন্ডের চেয়ে আরও .৯৬ বেশি সময় নিয়ে ফিনিশ করেছেন তার দৌড়। তবে একটা ব্যপারা সেরা টাইমিং করতে পারলেও কাজ হতে না। তিন নম্বর হিটে যে সপ্তম হয়েছে তার টাইমিংই ছিলো ৪৬.১২ যা জহিরের সেরা টাইমিংয়ের চেয়ে ১.৩৪ সেকেন্ড কম। এই প্রতিযোগিতায় সেরা বিশ্বের সেরা ১০০ জন পার্টিসিপেট করলেও, বিশ্ব অ্যাথলেটিকসে জহিরের পজিশন ছিলো ৯৫৪।

অলিম্পিকের তিন নম্বর হিটে যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। বার্বাডোস ও জ্যামাইক্যান, জোনাথন জোনস ক্রিস্টোফার প্রাথমিক পর্ব উতড়ে গেছেন ৪৫.০৪ ও ৪৫.২০ সেকেন্ড সময় নিয়ে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement