১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

আইনজীবীদের দুইটি টিকাকেন্দ্র

Advertisement

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের অনুরোধে ঢাকা আইনজীবী সমিতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে করোনার টিকা গ্রহণের দুইটি বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর এমএনসি অ্যান্ড এএইচ এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিবের স্বাক্ষরিত এক চিঠিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট অ্যাটর্নি জেনারেল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি পত্র পাঠান। উক্ত চিঠিতে সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীদের জন্য করোনার ভ্যাকসিনেশনের জন্য দুইটি বার-এ অস্থায়ীভাবে টিকা কেন্দ্র স্থাপনের অনুরোধ করেন। সেইসাথে কেন্দ্র স্থাপন পূর্বক প্রয়োজনীয় সংখ্যক লোকবল, ভ্যাকসিন ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী প্রদান করে কেন্দ্রগুলোর কার্যক্রম অতিদ্রুত চালু করার জন্য অনুরোধ করেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বিষয়ে সম্মতি দেন।

দুইটি আইনজীবী সমিতির অস্থায়ী টিকাকেন্দ্রগুলোকে সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করতেও প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে উক্ত চিঠিতে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement