১৬ মার্চ, ২০২৫, রবিবার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, মিথ্যা অজুহাতে রাজধানীতে মানুষের প্রবেশ

Advertisement

বিভিন্ন উপায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে হেঁটে, রিকশায় ও ভ্যানে করে ঢাকায় ঢুকছে মানুষ। কেউ চাকরি, কেউ টিকা নেওয়া কিংবা করোনা টেস্ট করানোর কথা বলে তারা পার পাচ্ছেন। সে ক্ষেত্রে ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে তাদের। কিছু স্থান পর পর পরিবর্তন করতে হচ্ছে একাধিক যান।

রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীর অপেক্ষায় রিকশা ও ভ্যান। তবে ট্রাফিক পুলিশ সদস্যরা আছেন। সঠিক কারণ যারা দেখাতে পারছেন, তাদের ছেড়ে দিচ্ছেন তারা। আবার যারা কোনো কারণ দেখাতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে। আজ শুক্রবার রাজধানীর সাভারের আমিন বাজার ব্রিজে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক মো. বায়োজিদ মোল্লা নামে একজন বলেন, যারা উপযুক্ত কারণ দেখাতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে।

গোপালগঞ্জ থেকে আমিন বাজারে আসা মোঃ সিদ্দিক নামে একজন বলেন, তিনি বলেন সরকারি কোম্পানিতে চাকরি করেন। ঢাকায় এসে কাজে যোগ দিতে তার অফিস থেকে বলা হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে ঢাকায় এসেছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement