আইপিএলের বাকি অংশে খেলতে এনওসির জন্য বিসিবির কাছে আবেদন করেছেন সাকিব ও মোস্তাফিজুর রহমান। ১ সেপ্টম্বরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবো বোর্ড। এ ব্যাপারে বিসিবির অপরেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো উঁচু মানের টুর্নামেন্টে খেলবে সেটা আমাদের জন্যই ভালো। আর এই কন্ডিশনেই আমরা বিশ্বকাপ খেলব। তাই ওদের এনওসি পেতে কোন সমস্যা হবে না।
এ ব্যাপারে আকরাম খান বলেন, মোস্তফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগে আবেদন করেছে। সাকিব গতকাল আবেদন করেছে এনওসির জন্য। , ‘বোর্ড তাদের এনওসি দেওয়ার ব্যাপারে ইতিবাচক। মনে হয় কোনো সমস্যা হবে না।