করোনার কারণে দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে ১৫ সদস্যের চাইতে বেশি খেলোয়াড় নিয়ে দল গঠন করা হয়ে আসছে। হুট করে যদি কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয় তাহলে যেন দ্রুতই বাকিদের থেকে দল গঠন করা যায়। সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের চিন্তাও থাকে কম। কিন্তু আইসিসি বরছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে গঠন করতে হবে ১৫ সদস্যের। সাতে কর্মকর্তা থাকতে পারবে ৮ জনের বেশি নয়। এ নিয়ে কিছুটা অসন্তুষ্ঠিতে ভুগছে বিসিবি।
ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, বিসিবি নিজ খরচে বিশ্বকাপে ব্যাকআপ খেলোয়াড় নিয়ে যাবে। বোর্ডের খরচে ব্যাকআপ খেলোয়াড় রাখার নিয়ম খোলা রেখেছে আইসিসি।
জালাল বলছেন, বিশ্বকাপ দলে ১৫ সদস্যের দলটা একেবারেই ছোট। এই করোনার কথা মাথায় রেখে অন্য কোন নিয়মে আগানো উচিত ছিলো আইসিসির। ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা উচিৎ ছিল। নিয়ম তারা রেখেছে কিন্তু সেটা করতে হবে নিজেদের খরচেই।