আইসিসির মাস সেরা হওয়ার ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই মাসের পারফরমেন্সের বিচারে সাকিবকে মনোনয়ন দেয় আইসিসি। সাকিবের সাথে আইসিসি প্লেয়ার অবদ্যা মান্থ পুরষ্কারের দৌড়ে সাকিবের সাথে প্রতিযোগিতা করবে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও উইন্ডিসের হেইডেন ওয়ালশ জুনিয়র। জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফরমেন্সের জন্যই এই পুরষ্কারের জন্য মনোনয়ন পায় সাকিব আর হাসান। এর আগে এই পুরষ্কার পেয়েছিলো বাংলাদেশের মুশফিকুর রহিম।
অন্যদিকে উইন্ডিস সিরিজে দারুণ পারফরমেন্স করা মিচেল মার্শ ও ওয়ালশ জুনিয়রকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া নারী ক্যাটাগরীতে আইসিসির মাস সেরা হওয়ার প্রতিযোগিতার দৌড়ে মনোনয়ন পেয়েছেন উইন্ডিসের হ্যালি ম্যাথিউস, পাকিস্তানের ফাতিমা সানা ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।
এবছরের জানুয়ারী মাসে মাসের সেরা খেলোয়ার বাছাই চালু করে আইসিসি। মে মাসের পারফরম্যান্স অনুযায়ী এই খেতাব জেতেন বাংলাদেশের মুশফিকুর রহিম।