কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে (কুসিক) মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেষ হাসিনার সঙ্গে আগামীকাল শুক্রবার তিনি ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেখা করবেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিফাত এই তথ্য গণমাধ্যমে জানিয়েছেন। রিফাতকে নৌকার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে তার সঙ্গে দেখা করবেন রিফাত।
রিফাত কুমিল্লার উন্নয়নে পরাজিত মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কুর সহায়তা চান। সবাইকে নিয়ে আধুনিক কুমিল্লা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।