সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের শেষ তিন ম্যাচে বাংলাদেশ জিতে ৩-০ ব্যবধানে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ তিন ম্যাচের মত এই ম্যাচেও অজিদের উড়িয়ে দিয়ে সিরিজে ৪-০তে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। অন্য দিকে শেষ দুই ম্যাচে জিতে শান্তনার জয় নিয়ে ঘরে ফিরতে চায় অস্ট্রেলিয়া।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল।