তিন আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে থেকেই কঠোর বিধিনিষেধের মধ্য রয়েছে দুই দলের ক্রিকেটারররা। এরই ধারাবাহিকতায় দুই দলের ক্রিকেটারসহ সকলেই প্রথম দফা কোভিড টেস্ট নেগেটিভ ফল পেয়েছে। আজ (রোববার) বিকেলে অনুশীলন করবে অস্ট্রেলিয়া তার আগে মিরপুরে প্রতিনিধি দল পাঠাচ্ছে তারা।
মিরপুর হোম অব ক্রিকেটে কোভিড প্রটোকল ঠিকঠাক মানা হচ্ছে কি না সেটা নিয়ে সেটা নিশ্চিত করতেই প্রতিনিধি পরিদর্শন করবে অস্ট্রেলিয়া। আজ (রোববার) বিকেল চারটায় অনুশীলন শুরু করবে অস্ট্রেলিয়া। সকাল থেকে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ।