আলোচিত নায়িকা পরীমণিকে দেখেতে আজও আদালতে ভিড় করছেন আইনজীবী, আদালতের কমকর্তাসহ উৎসুক মানুষ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টা ২৮ মিনিটে তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে তোলা হয় পরীমণিকে।
এসময় বেশ ভিড় দেখে শুনানির আগে বিচারক সবার উদ্দেশে বলেন, আপনার যারা পরীমণিকে দেখতে এসেছেন তারা দয়া করে তাকে দেখে চলে যান।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হবে বলে নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী। অন্যদিকে পরীমণির আইনজীবীরা তার জামিনেরও আবেদন করেছেন।
এর আগে, গত ১৬ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডি ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।