দেশের সমস্ত অধঃস্তন ফৌজদারি ও দেওয়ানি আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু করা হলো। এখন থেকে সমস্ত বিচারিক কাজ স্বাভাবিক সময়ের মতই পরিচালিত হবে।
প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্টার আলী আকবর স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে। দেওয়ানি ও ফৌজদারি মামলা- মোকদ্দমায় বিচারক প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এই কোর্ট কর্তৃক জারীকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সকল প্রকার বিচার কার্যক্রম পরিচালনা করবেন। তবে বিচারক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণপূর্বক শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন।
এছাড়াও আরো বলা হয় যে স্বাস্থ্যবিধি ও সুরক্ষাবিধি মানতে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, সিএমএম, সিজেএম, স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও এই আদেশ পালনে কোন সমস্যা দেখা দিলে প্রয়োজনে সুপ্রিম কোর্টের নির্দেশনা চাওয়া যাবে।