বিশ্বকাপ ফুটবলের বাছাই শেষেই ইংল্যান্ডের পথ ধরেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবর দলের হেড কোচ জেমি ডে। পরিবারের সাথে ছুটি কাটিয়ে এ মাসের ১৩ তারিখে ঢাকায় ফেরার কথা রয়েছে জেমির। ফিফার প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে আগামী সেপ্টেম্বরের নতুন মিশন শুরু হবে বাংলাদেশের। এর পরেই অক্টোবরের শুরু থেকেই মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ।
এসব আন্তর্জাতিক ম্যাচ সমানে রেখে দলও গোছাতে হবে, এসব বিষয় নিয়ে বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলছেন, “আমাদের সামনে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য কথা-বার্তা চলছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি, শুক্রবারের সভা শেষে সবকিছু জানাতে পারবো।”