১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

আপনার কাছের টিকাকেন্দ্র জানিয়ে দেবে ফেসবুক

Advertisement

আপনার নিকটস্থ টিকাকেন্দ্র কোথায়? টিকা কারা নিতে পারবেন? তা এখন বলে দেবে ফেসবুক। সরকারের সঙ্গে এক হয়ে ‘ভ্যাকসিন ফাইন্ডার’ চালু করেছে ফেসবুক।

ফেসবুক আজ (২৮ জুলাই) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এক হয়ে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক। এ টুল দ্বারা বাংলাদেশিরা জানতে পারবেন, টিকা নিতে পারবেন কারা? এবং কোথায় নিকটস্থ টিকাদানকেন্দ্র? এই টুলের মাধ্যমে জানা যাবে টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও । বাংলা ও ইংরেজি দু ভাষাতেই পাওয়া যাবে টুলটি।

এমতাবস্থায় ফেসবুক বলছে, মানুষের মাঝে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, করোনা-সম্পর্কিত তথ্য পেতে সাহায্য করা এবং দেশে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য নেওয়া হয়েছে ফেসবুকের এ উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে ফেসবুক আরও জানিয়েছে, মহামারি করোনাভাইরাস চলাকালে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং মানুষকে সর্বশেষ তথ্যের সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে ফেসবুকও।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement