আসছে সেপ্টেম্বর-অক্টোবরে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময় বাংলাদেশ সফরে থাকার কথা ছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। তাই আইপিএলে খেলার আশা ছিলো না সাকিব-মোস্তাফিজের। তবে দুদিন আগেই ইংল্যান্ড সিরিজের সূচি পরিবর্তণ করে নেওয়া হয়েছে ২০২৩ সালে। তাই এখন আইপিএলের বাকি অংশে খেলার সুযোগ তৈরি হয়েছে সাকিব ও মোস্তাফিজের। কিন্তু যদি বিসিবি তাদের ছাড় পত্র দেয় তবেই তারা খেলতে পারবেন আইপিএল।
বিসিবির পরিচালক ও অপরেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে বলেছেন, বিসিবি তাদের এনওসি দেওয়ার কথা ভাবছে। তিনি বলেন সাকিব ও মোস্তাফিজ যদি আবেদন করে আর যদি আমাদের আন্তর্জতিক কোন সূচি না থাকে তাহলে অবশ্যই আমরা তাদের আইপিএলে খেলার অনুমতি দেবো। তবে আনুষ্ঠানিক চিঠি পেলে বোর্ড তার মত করে সিদ্ধান্ত নেবে।
আইপিএলের চতুর্থ আসরে সাকিব আল হাসান খেলছেন কোলকাতা নাইট রাইডারের হয়ে। আর মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।