আফগানিস্তানের ক্ষমতা তালেবানরা গ্রহনের পরেই রদবদল হয়েছে সে দেশের ক্রিকেট বোর্ডে, ফারহান ইউসেফ জাইকে সরিয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আজিজুল্লাহ ফাযলিকে। এর আগে ২০১৯ সালে আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে আজিজুল্লাহ। যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট উন্নয়নে দারুণ আশাবাদী এসিবির নতুন সভাপতি।
আগামী ১ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি শ্রীলঙ্কার হাম্বানটোটায় আয়োজনের কথা ভাবছে আফগান ক্রিকেট বোর্ড।