পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে তিন উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে ১০৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় অজিরা।
অজিদের বিপক্ষে সিরিজ আগেই জিতে নিয়েছে বাংলাদেশ কিন্তু নিয়মরক্ষায়র ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটারররা। গেল তিন ম্যাচের মত এ ম্যাচেও রানে ফিরতে পারেনি সৌম্য সরকার। মাত্র ৮ রান করেই মাঠ ছাড়েন তিনি। আরেক ওপেনার সাইম ২৮ রানে ফিররেও সাকিব ফেরেন মাত্র ১৫ রানে। অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেনি রিয়াদ ও সোহান। তারা দুজনই আউট হন শূন্য রানে। আফিফ ১৭ বলে ২০ আর শেষ দিকে মেহেদি হাসানের ২৩ রানে ভর করে কোন রকমে ১০০ পার করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ১০৫ রানের।
এই ছোট টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে শুরুটা তেমন সুবিধার হয়নি অজিদের। তবে সাকিবের এক ওভারে ৫টি ৬ হাঁকিয়ে ক্রিশ্চিয়ান যখন আউট হন তখন অজিদের রান ৩ উইকেটে ৩৯। এর পর নিয়মিত বিরতীতে উইকেট তুলে নিয়ে বেশ সফরকারীদের বেশ চাপে রেখেছিলো টাইগারর বোলাররা। কিন্তু শেষ পর্যন্ত আর জয়ের বন্ধনে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত তিন উইকেটের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিযেছেন মেহেদি ও মোস্তাফিজ। ৪ ওভার বল করে সাকিব কোন উইকেট পাননি। দিয়েছেন ৫০ রান।