১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

আবারও ঘর ভাঙ্গলো ন্যান্সির

Advertisement

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী তার দাম্পত্য জীবনের ইতি টানলেন। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সাথে বিচ্ছেদের মাধ্যমে নতুন জীবন শুরু করলেন তিনি। কিছুদিন আগে তিনি এই সম্পর্কচ্ছেদের বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে। এবার চূড়ান্তভাবে সংসার ভাঙার খবর প্রকাশ করেন ন্যান্সী নিজেই।

২৮ জুলাই দুপুরে ন্যান্সী তার ফেসবুক পেজে স্বামীর সঙ্গে ডিভোর্স বিষয়ে লেখেন যে- বিবাহবিচ্ছেদ সংসার জীবনে নিয়ে আসে মানসিক নিপীড়ন। দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি আর সমাজের নোংরা কথা দুর্বিষহ করে দেয় ব্যাক্তিগত জীবনকে। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় সেটিই হয়েছে। দাম্পত্য জীবনে দুইজন মানুষ বিরক্তি নিয়ে বসবাস না করে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথের এ যাত্রায় আমার কাছে মনে হয়েছে- বিচ্ছেদও কখনো মধুর হয়।

দীর্ঘদিন ধরেই ন্যান্সী বলে আসছিলেন যে, একটু একা থাকতে চান তিনি। সেই কাজটিই সম্পন্ন করলেন বিচ্ছেদের মাধ্যমে। তাই কোনকিছু না লুকিয়ে বরং ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন তিনি। অনেক বছর পর একা হওয়ার নতুন অভিজ্ঞতা নিয়ে এভাবেই থাকতে চান কিছুদিন। আবারও বিয়ে করবেন কোন এক সময়; তবে তা করলেও সবাইকে জানিয়েই করবেন। কারণ তার কাছে বিয়ে সুন্দর একাটি বিষয়। এদিকে গানের কাজও থেমে নেই এ গায়িকার। প্রতি মাসেই নতুন নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই শিল্পী

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement