বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাকফুটে রয়েছে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ৭ উইকেটে ১০০ রান করে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা।
বাংলাদেশের নয়া স্পিনার নাসুম আহমেদ একাই অজিদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিচ্ছিন। বাংলাদেশের দেওয়া ১৩২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে সাকিব, মেহেদী আর নাসুমের ঘুর্নীতে নাকাল অজি ব্যাটাররা। নাসুম একাই নিয়েছেন চার উইকেট। এর মধ্যে এক ওভারে নিয়েছেন দুই উইকেট।
১৩.২ বলে আগারকে হিট উইকেট বানিয়ে দলকে ম্যাচে ফেরান নাসুম। পরে ম্যাচের ১৭.৩ বলে অ্যাস্টন টুনের উইকেট তুলে নেন মোস্তাফিজ।