১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

আবারও পরিবর্তন হলো সাফের সময় সূচি

Advertisement

আবারও পরিবর্তন হলো সাফ ফুটবলের সময়সূচি। পূর্বের সময় অনুযায়ী এবছরের অক্টোবরের ৪ তারিখে সাফ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ের তিন থেকে চারদিন আগে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ এমনটাই জানিয়েছে সাফ ফুটবলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনলাইনে এক আলোচনা সভায় মালদ্বীপ ও নেপাল এবারের সাফে স্বাগতিক হওয়ার ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে। আনোয়ারুল হক আরও জানান এই সভায় সময় সূচি নিয়েও আলোচনা করা হয়। তিনি বলেন, নেপাল চাইছে ৩০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে যে করেই হোক টুর্নামেন্ট শেষ করতে। ১৩ অক্টোবর তাদের নেপালীদের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তাই ১২ তারিখের মধ্যে শেষ করতে হবে। মালদ্বীপ বলছে, ১ থেকে ১৩ অক্টোবরের টুর্নামেন্টে আয়োজন করতে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট পাঁচ দল নিয়ে আয়োজিত হবে এবারের সাফ। এবারের সাফে ভুটান খেলছে না সেটা আগেই জানিয়ে দিয়েছে, পাকিস্তান নিষিদ্ধ হয়েছে ফিফা কতৃক আর আফগানিস্তান সাফ থেকে বেরিয়ে গেছে তাই বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই পাঁচ দেশ নিয়ে হবে আসন্ন সাফ।

আগামী পরশু সাফের নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত হবে সাফের ভেন্যু ও সময়সূচি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement