১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

আবারও পাল্টালো সাফের সূচি

Advertisement

আবারও সূচি পরিবর্তণ হলো সাফ চ্যাম্পিয়নশিপের। গেল বুধবার সাফের সূচি প্রকাশ করা হলেও তিন দিনের মধ্যে আবারও নতুন সূচিতে চলে গেলো সাফ। পূর্বের সূচি অনুযায়ী সাফের ফাইনাল অনুষ্ঠিত হবার কথা ছিলো ১৩ অক্টোবর কিন্তু ফাইনাল নিয়ে যাওয়া হয়েছে ১৬ অক্টোবর আর শুরুর সূচি রয়েছে আগের জায়গাতেই। পূর্বের সময়েই শুরু হবে এবারের সাফের অসর।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, ফিফার নিয়মানুযায়ী টায়ার-১ স্বীকৃতি ও র‍্যাঙ্কিংয়ে বেশি পয়েন্টের জন্য প্রতিটি ম্যাচের আগে তিন দিন বিরতি দেয়া হয়েছে। যেটা আগে কিছু ম্যাচের আগে ২ দিন ছিল।

এবারের সাফে আর্থিক সংকট রয়েছে তাই টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়াতে খরচের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে হেলাল বলছেন, সাফের সভাপতি চেয়েছিলেন প্রতি ম্যাচের আগে তিনদিন করে বিরতী দিতে তার এমন ইচ্ছে প্রকাশের পর স্বাগতিক মালদ্বীপের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারাও এই প্রস্তাবে রাজি হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

নতুন সূচিতে বাংলাদেশের ম্যাচ-
১ অক্টোবর শ্রীলঙ্কা (রাত দশটা)
৪ অক্টোবর ভারত (বিকেল পাঁচটা)
৭ অক্টোবর মালদ্বীপ (রাত দশটা)
১৩ অক্টোবর নেপাল (বিকেল পাঁচটা)
সূচি বাংলাদেশ সময় অনুযায়ী, সব ম্যাচ মালে স্টেডিয়ামে

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement