কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জিতেছে লিওনেল মেসির দল। সেই রেস কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াই হবে আগামী ৫ সেপ্টম্বর।
কনমেবলের, সবশেষ সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। নতুন সূচি অনুযায়ী সেপ্টেম্বর মাসের ২,৫ ও ৯ এই তিন দিন অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দলগুলো নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যচ। এর আগে করোনার কারণে বাছাই পর্বের ম্যাচ গুলো মাঠে গড়ায়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকারর ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল।